রুমা সীমান্তে মাইন বিস্ফোরণ, আহত ৩
বান্দরবান ও রাঙ্গামাটির সীমান্তবর্তী বাংলাদেশ-ভারত-মায়ানমার সীমান্ত রেখায় ইম্প্রোভাইজড মাইন বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শনিবার দুপুরে জারুলছড়ি থেকে প্রায় তিন কিলোমিটার ভেতরে মিয়ানমার সীমান্তের কাছে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতরা হলেন- এংলেন খুমী (৫০), রিংরং (৪০), এয়ানলেই কারবারী (৫৩)। তাদেরকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসা দেয়া হচ্ছে।
বড়থলী ইউনিয়ন চেয়ারম্যান আতুমং মারমা জানান, শনিবার দুপুরে গয়াল ক্রয় করার জন্য জারুলছড়ি থেকে ২-৩ কি.মি. ভেতরে মিয়ানমার সীমান্ত এলাকায় গেলে মাটির নীচে পুতে রাখা স্থল মাইনের বিস্ফোরণ ঘটে। এতে তিনজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার তাদেরকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়।
রবিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। দূর্গম এলাকা হওয়ায় তাদেরকে প্রাথমিকভাবে সেনা ক্যাম্পে চিকিৎসা দেয়া হয়। পরে তাদের রুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে মাইনটি কি ধরনের বা কারা এটি পুঁতে রেখেছিল সে ব্যাপারে প্রশাসনের কাছ থেকে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি।
(ঢাকাটাইমস/০৬নভেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন