‘বাংলাদেশে গণমাধ্যমের যথেষ্ট ভিত আছে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ নভেম্বর ২০১৬, ১১:২২ | প্রকাশিত : ০৬ নভেম্বর ২০১৬, ২৩:০১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের যথেষ্ট ভিত আছে। এর মধ্যে জায়গা করে নিতে হলে অনেক পরিশ্রম করতে হবে।’

‘সাপ্তাহিক জীবন থেকে নেয়া’ নামে একটি সাপ্তাহিক পত্রিকার অনলাইন সংস্করণ www.jibonthekenea.com উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রবিবার বিকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনিসুজ্জামান বলেন, ‘আমার মনে হয় যারা এই পত্রিকার সঙ্গে আছেন তাদের সম্মিলিত চেষ্টায় ‘জীবন থেকে নেয়া’ পত্রিকার অনলাইন সংস্করণ আমাদের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হবে।’ তিনি এই পত্রিকার জন্য শুভ কামনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। তবে অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। ভিডিও বার্তায় অর্থমন্ত্রী বলেন, ‘জীবন থেকে নেয়া নামটা জহির রায়হানের ছবির নাম। এ পত্রিকাটি প্রকাশ করছে জহিরের ছেলে (বিপুল রায়হান)। আমি এর জন্য শুভ কামনা এবং আশির্বাদ করছি। আমি আশা করছি যেন এটি জহির রায়হানের মতো প্রসিদ্ধ একটি সংবাদপত্র হবে।’

ভিডিও বার্তায় মুহিত বলেন, ‘আমি আসতে পারিনি বলে দুঃখ প্রকাশ করছি। একটু অসুস্থ বোধ করায় আপনাদের সঙ্গে যোগ দিতে পারিনি। জহির আমার খুবই পরিচিত ছিল, বিশ্ববিদ্যালয়ে আমার দুই বছরের জুনিয়র। আমি তার ছেলের পত্রিকার জন্য শুভকামনা করছি।’

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান বলেন, ‘আমি জানতাম জহির রায়হান সাহেবের এক ছেলে বিপুল রায়হান, সে সংস্কৃতি, সাংবাদিকতা বিভিন্ন কাজে জড়িত। কিন্তু কোনোদিন তার সঙ্গে আমার কথা হয়নি। বিপুল যখন আমাকে বললো ভাইয়া এই এই ব্যাপার তখন আমি বলেছি অবশ্যই আমি যাবো, না গেলেতো আমি মিস করবো। কারণ তার পত্রিকার নাম ‘জীবন থেকে নেয়া’ এ ছবিটা আমরা সবাই দেখেছি। ‘জীবন থেকে নেয়া’র জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহোযোগিতা থাকবে। আমি এর সফলতা কামনা করছি।’

পত্রিকার সম্পাদক বিপুল রায়হান বলেন, ‘জীবন থেকে নেয়ার প্রথম প্রকাশ ঘটে স্বৈরাচারী এরশাদ সরকারের আমলে। আমরা সে সময় ‘প্রথম ভাষা’ নামে একটা কাগজ বের করি। সেটার কয়েকটি সংখ্যা বের হওয়ার পর বন্ধ হয়ে যায়। তারপর আমরা ‘জীবন থেকে নেয়া’ নামে প্রকাশ করি। সেটাও কয়েক সংখ্যা পর বন্ধ হয়ে যায়। এই বন্ধ হয়ে যাওয়া সম্পূর্ণ অনিচ্ছাকৃত। কারণ আমাদের নিবন্ধন দেয়া হয়নি। না ‘ভাষা পত্রিকার’ না ‘জীবন থেকে নেয়ার’। কিন্তু আমরা নিবন্ধনের আবেদন করে রাখি। এরশাদ সরকারের পতনের পর ‘জীবন থেকে নেয়া’ ১৯৯১ সালে ডিক্লারেশন পায়। পরবর্তী সময়ে এটি ম্যাগাজিন হিসেবে প্রকাশ পায় মাস ছয়। এরপর আমরা বিভিন্ন কাজে জড়িয়ে যাই।’

বিপুল রায়হান আরও বলেন, ‘জীবন থেকে নেয়া’ বাংলাদেশের একমাত্র গণমাধ্যম যারা ঘোষণা করছে তারা অসাম্প্রদায়িক। পত্রিকাটি টিকিয়ে রাখতে তিনি সবার সহযোগীতা কামনা করেন।

শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে ডা. নুজহাত চৌধুরী বলেন, আমরা শহীদ পরিবার রক্তের বন্ধনে আবদ্ধ।যতবার আমরা মাতা তুলে দাঁড়াতে চেয়েছি প্রতিপক্ষ সেই মাথা গুঁড়িয়ে দিচ্ছে। যখন দেখি শহীদ পরিবারের উত্তরাধিকারীরা যোগ্য কিছু করছেন তখন খুব গর্ব হয়। আজ আমার খুব গর্ব হচ্ছে।এখানে আদর্শের যে কথাগুলো শুনলান একজন শহীদ সন্তানের কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশা করি। আমি প্রত্যাশা করি ‘জীবন থেকে নেয়া’ পত্রিকা সারাদেশের মানুষ পড়বে। আমাদের রাজনৈতিক বিজয় হয়েছে আদর্শিক বিজয় কিন্তু হয়নি। আমাদের অসম্প্রদায়িক হওয়ার চেতনার যে যুদ্ধ চলছে। এখন সেই আদর্শিক যুদ্ধ শহীদ সন্তান হিসেবে আমাদের করতে হচ্ছে। আমি বিপুল ভাইকে ধন্যবাদ জানাই এই অনলাইন সংস্করণ আনার জন্য।আমি আশা করি, মুক্তিযুদ্ধের আদর্শিক যুদ্ধে এই পত্রিকা অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অভিনেত্রী শম্পা রেজা, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে মেহজাবিন আহমদ মিমি, শহীদ সাংবাদিক সিরাজুদ্দিন হোসেনের ছেলে তৌহিদ রেজা নুর, অভিনেত্রী ও পরিচালক আফসানা মিমি প্রমূখ।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/জেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

তীব্র তাপপ্রবাহে জনসাধারণের মাঝে পানি, খাবার স্যালাইন বিতরণ বিএনপির

মৃত্যুর মুখ থেকে ফিরেও নেতাকর্মীরা আবার ঘুরে দাঁড়িয়েছে: সালাম

ঢাকা মেডিকেলে এক কারাবন্দিকে মৃত ঘোষণা

ভাষানটেকে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫, বাকি একজনও আশঙ্কাজনক

মুগদা-মান্ডা সড়কে অভিযান: ব্যক্তিগত সম্পত্তি ভাঙচুর ও মারধরের অভিযোগ  

মোহাম্মদপুরে তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে থাকবে না ফিটনেসবিহীন বাস, জুন থেকে মাঠে নামছে বিআরটিএ

আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর বেশ কিছু এলাকায়

গরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপির

স্থপতি ইনস্টিটিউটে মসজিদ স্থাপত্য নিয়ে সেমিনার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :