চাটখিল পৌরসভার বাজেট ঘোষণা
নোয়াখালীর চাটখিল পৌরসভার ২০১৬-১৭ অর্থ-বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার উপজেলা মিলনায়তনে পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারি আনুষ্ঠানিকভাবে ১০৩ কোটি ৩৩ লাখ ৮০ হাজার টাকার বাজেট ঘোষণা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা ও বিএমএর সভাপতি ডা. এম এ নোমান।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন তফাদার, জেলা যুবলীগ সদস্য মাসুদুর রহমান শিপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কালাম, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, খিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর হোসেন প্রমুখ।
(ঢাকাটাইমস/০৭নভেম্বর/প্রতিনিধি/ইএস)
মন্তব্য করুন