সুরেশ্বর পীর বেলালনূরীর খোশরোজ শরিফ বুধবার
শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ০৯:৫৭
শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর দরবার শরিফের গদিনসীন পীর সাইয়্যেদ বেলালনূরী আল-সুরেশ্বরীর খোশরোজ শরিফ (জন্মদিন) বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দরবার শরিফে জিকির-আজকার, মিলাদ মাহফিল ও মাহফিলে সামার আয়োজন করা হয়েছে।
বেলালনূরীর পুত্র পীরজাদা সাইয়্যেদ মুক্তাদির সকল ভক্ত-আশেকদের এই অনুষ্ঠানে অংশ নিতে আহ্বান জানান।
(ঢাকাটাইমস/৮ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন