জিয়ানগরে খেয়াঘাট সংস্কারের অর্থ আত্মসাতের অভিযোগ

সৈয়দ মাহ্ফুজ রহমান, পিরোজপুর
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ১১:৫৩

পিরোজপুরের জিয়ানগর উপজেলার কলারণ খেয়াঘাটে যাত্রী সাধারণের চলাচল ও ওঠানামায় চরম দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। খেয়াঘাটের সিঁড়িটি ভেঙে গিয়ে যাত্রী উঠানামা ব্যহত হচ্ছে। জোয়ারের পানিতে তলিয়ে ভাটির টানে জাগে এ জনগুরুত্বপূর্ণ ঘাটটি। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ হলেও অজ্ঞাত কারণে জনদুর্ভোগ থেকে রেহাই পাচ্ছে না জনগণ।

জানা গেছে, উপজেলার বালিপাড়া ইউনিয়নের কলারণ এলাকায় অবস্থিত খেয়াঘাট দিয়ে প্রতিদিন হাজার হাজার শিশু, নারী-পরুষসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পাশের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলায় যাতায়াত করেন। ঘাটটি সংস্কারের জন্য একাধিকবার অর্থ বরাদ্দ দিলেও প্রকল্প কমিটি সে অর্থ আত্মসাৎ করায় জনদুর্ভোগ রয়েই গেছে।

জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী যাত্রীদের দুরাবস্থার দৃশ্য দেখে ঘাটের সিঁড়ি সংস্কারের জন্য ২৯ হাজার ৩৩৫ টাকা বরাদ্দ করেন। প্রকল্প কমিটির সভাপতি ও এলাকার ইউপি সদস্য আব্দুল হাই জোমাদ্দার ঘাটটি আংশিক সংস্কার করে বাকি টাকা আত্মসাৎ করেছেন মর্মে কমিটির অন্য সদস্যরা অভিযোগ করেছেন।

আমি এর কোন কৈফিয়ত দিতে পারব না বলে সংযোগ কেটে দেন প্রকল্প কমিটির সভাপতি ও ইউপি সদস্য আব্দুল হাই জমাদ্দার।

বালিপাড়া ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী জানান, ইউপি সদস্য ও প্রকল্প কমিটির সভাপতি কলারণ খেয়াঘাটের সিঁড়ি সংস্কারের জন্য বরাদ্দ টাকা আত্মসাত ও রাস্তার পাশের একটি সরকারি গাছ নিয়েছেন বলেও অভিযোগ করেন।

(ঢাকাটাইমস/৮ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :