‘ধর্ম যার যার, উপাসনালয় রক্ষার দায়িত্ব সবার’

রাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ১৩:২৩

‘শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হলে হবে না, প্রতিবাদ করতে শিখতে হবে। সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা এতোদিন বলে এসেছি ধর্ম যার যার উৎসব সবার। কিন্তু এখন বলতে হবে ধর্ম যার যার, উপসনালয় রক্ষার দায়িত্ব সবার। সবাই এক সঙ্গে সকলের বিপদে ঝাঁপিয়ে পড়তে হবে।’

নাসিরনগরসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. মো. জুলফিকার আলী এসব কথা বলেন।

মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে প্রগতিশীল শিক্ষক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বলেন, ‘আমাদের দেশ অসম্প্রদায়িক সরকারের হাত ধরে এগিয়ে যাচ্ছে। এ অসম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্তেও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এভাবে বারবার হামলা মেনে নেয়া যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে আজিজুল হক বলেন, ‘আপনারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জবাব চান, তারা দায়িত্বে থাকা সত্ত্বেও কিভাবে এ ধরনের হামলার ঘটনা ঘটে। এসব নিরাপত্তা বিঘ্নিতকারীদের কাঠোর হস্তে দমন করুন।’

মানববন্ধনে রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ হামলাকারীদের ওপর ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, ‘আমরা এ দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে সামাজিকভাবে বসবাস করি। আমাদের এ দেশ যখন মধ্যমআয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, ঠিক তখনই শান্তিপূর্ণ এ দেশকে অশান্ত করতে কিছু কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক রবিউল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. সরকার সুজিত কুমার। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/৮ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :