চাঁপাই-রাজশাহী মহাসড়ক সংস্কারের দাবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ১৪:৩২

চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে চলাচলে অযোগ্য মহাসড়ক পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা সড়ক পরিবহন, ট্রাক মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন। মহাসড়কের দারিয়াপুর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন- জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি এফ কে এম লুৎফর রহমান, ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসরাম সেন্টু, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।

বক্তারা, আগামী ১৫ দিনের মধ্যে এ সড়কের সংস্কারের কাজ শুরু না করলে, ট্রাক-বাসসহ অন্যান্য যানবাহন চলাচল বন্ধ করে দেয়ার আল্টিমেটাম দেন।

মানববন্ধনে প্রায় ৫ শতাধিক শ্রমিক, মালিক ও স্থানীয় জনগণ অংশ নেন এবং এসময় মহাসড়কের দু’প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে।

গত দেড় বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের চাঁপাই-মহিশালবাড়ী পর্যন্ত প্রায় ২৫ কিঃমিঃ সড়কে অসংখ্য খানা-খন্দকে ভরে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এবং গাড়ির যন্ত্রাংশ নষ্ট হওয়ায় বিকল হয়ে পড়ছে গাড়ি-ঘোড়া। এছাড়াও সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পন্য আনা-নেয়ায় চরম ভোগান্তি পোহাচ্ছে ব্যবসায়ীরা।

(ঢাকাটাইমস/৮ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :