শিশুদের হার্টের মারাত্মক ক্ষতি করে পরোক্ষ ধূমপান

সুরাইয়া আলী উর্মি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ নভেম্বর ২০১৬, ১৭:১২ | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ১৬:২৪

রোদেলার(ছদ্মনাম) বয়স এখন বারো। মাত্র পাঁচ বছর বয়স থেকেই রোদেলা অ্যাজমায় আক্রান্ত হয়। দিন দিন তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছিল। রোদেলার শরীর খারাপ হওয়ার প্রধান কারণ হলো তার মা-বাবা দুজনই ছিলেন চেইন স্মোকার।

ভারতের চেন্নাইয়ের আন্না নগরের বাসিন্দা রোদেলা। দীর্ঘদিন চার দেয়ালের ভেতর পরোক্ষ ধূমপানের কারণে অ্যাজমায় আক্রান্ত হয় সে। রোদেলার অসুস্থতার কারণে এক সময় ধূমপান ছাড়তে বাধ্য হয় তার মা-বাবা।

পুরো বিশ্বে রোদেলার মতো লাখো শিশু পরোক্ষ ধূমপানে আক্রান্ত। ফুসফুস, কিডনি সমস্যাসহ ধূমপানজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

তামিলনাড়ু’র খ্রিস্টিয়ান মেডিকেল কলেজ ভেলোরের মেডিকেল অনকোলজি বিভাগের প্রধান ও অধ্যাপক রাজু তিতাস চাকু জানান, ধূমপানজনিত কারণে বিশ্বে প্রতি বছর প্রায় ৬০ লাখ মানুষ মারা যায়। তাদের মধ্যে ৫০ লাখ মানুষ সরাসরি ধূমপানের কারণে মারা যায় এবং আর বাকি ১০ লাখ মানুষ পরোক্ষ ধূমপানের কারণে মৃত্যুবরণ করে।

তিনি আরও জানান, পরোক্ষ ধূমপানের কারণে হৃদপিণ্ড, রক্ত এবং রক্তনালীর স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন ঘটে। এতে করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বৃদ্ধি পায়।

এমনকী সামান্য পরিমাণে পরোক্ষ ধূমপান রক্তনালীর আস্তরণ নষ্ট করে দিতে পারে। যা রক্তের প্লেটলেট জমাট করে ফেলে। এই কারণে বড় ধরনের হার্ট অ্যাটাক হতে পারে। ইতিপূর্বে যারা হৃদরোগে আক্রান্ত তাদের জন্য পরোক্ষ ধূমপান শ্বাসপ্রশ্বাসের মারাত্মক ক্ষতি করতে পারে। তাই সামান্যতম সিগারেটের ধোঁয়া থেকেও নিজেদের দূরে রাখতে পরামর্শ দেন চিকিৎসক রাজু তিতাস।

সম্প্রতি এক গবেষণা প্রতিবেদন থেকে জানা গেছে, গর্ভাবস্থায় ধূমপানের প্রভাবে বছরে এক হাজারের বেশি শিশু মারা যায়। পরোক্ষ ধূমপানের কারণে সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোম(এসআইডিএস)-এর ঝুঁকি বৃদ্ধি পায়।

পালমোনোলজিস্ট ডা: মার্গান জানান, এসআইডিএসে মারা যাওয়া অধিকাংশ শিশুর ফুসফুসে উচ্চমাত্রায় নিকোটিন এবং কোটিনিনের প্রভাব ছিল।

সূত্র: ডেকান ক্রনিক্যাল।

(ঢাকাটাইমস/৮নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :