সাংবাদিককে প্রাণনাশের চেষ্টার প্রতিবাদে এলআরএফের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ১৭:১৬

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসানের ওপর হামলা ও প্রাণনাশের চেষ্টার ঘটনায় দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে আইন ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)। মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। সুপ্রিম কোর্টের মূল ফটকসংলগ্ন রাস্তায় দুপুর একটা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, গত রবিবার অবৈধ পলিথিন তৈরি নিয়ে প্রতিবেদন করতে গেলে পুরান ঢাকার চকবাজারে দুই সাংবাদিককে কেরোসিন ঢেলে আগুন দেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

এলআরএফ-এর সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক দিদারুল আলম। এ সময় বক্তব্য দেন এলআরএফ এর সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সমবায় সমিতির সাবেক সভাপতি মাহমুদুর রহমান খোকন, ডিআরইউর সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, এলআরএফ এর সাবেক সাধারণ সম্পাদক মাশহুদুল হক ও ওয়াকিল আহমেদ হিরণ, ডিআরইউর সাবেক সাংগঠনিক সম্পাদক মুরসালিন আহমেদ নোমানী, এলআরএফ-এর সহ-সভাপতি শামীমা আক্তার, যুগ্ম সম্পাদক মুহাম্মদ ইয়াসিন, সাবেক কোষাধ্যক্ষ হাসান জাভেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মৃধা প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সাংবাদিকের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ। এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার, গ্রেপ্তারকৃতদের হেফাজতে জিজ্ঞাসাবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা। দাবি বাস্তবায়ন না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/এমএবি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

পাঁচ বছরেও শেষ হয়নি বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার

এক হাতে ইফতারের পানির বোতল, আরেক হাতে যান চলাচলের ইশারা ডিসির

এলিফ্যান্ট রোডে বাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকাস্থ কোম্পানীগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরে ছুরিকাঘাতে রিকশাচালকের আত্মহত্যা

রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

বুধবার থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

ঈদকে সামনে রেখে ডিবি-সাংবাদিক পরিচয়ে অপহরণের ফাঁদ

ভবিষ্যৎ নগর উন্নয়নে জাইকা ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সঙ্গে রাজউকের সভা

২৭ মার্চ থেকে রাত ৯টার পরও চলবে মেট্রোরেল

এই বিভাগের সব খবর

শিরোনাম :