রাষ্ট্রপতির নতুন সামরিক সচিব সারোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ নভেম্বর ২০১৬, ২০:৩৯

মেজর জেনারেল সারোয়ার হোসেনকে রাষ্ট্রপতি আবদুল হামিদের সামরিক সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নুল আবেদীন জানান, সেনা সদর দপ্তর সোমবার এ ব্যাপারে একটি গেজেট প্রকাশ করে। রাষ্ট্রপতি মঙ্গলবার সারোয়ার হোসেনকে মেজর জেনারেলের র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন।

তিনি ১৯৮৬ সালের ডিসেম্বরে ১৫তম বিএমএ লং কোর্সে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি ডিজিএফআই সদর দপ্তরের ইন্টারন্যাল এ্যাফের্য়াস ব্যুরোতে পরিচালক হিসাবে কর্মরত ছিলেন।

ডিজিএফআইতে যোগদানের আগে তিনি খুলনার মিলিটারি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ হিসাবে কর্মরত ছিলেন।

সারোয়ার হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রশাসন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :