ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট, যাত্রীদের ভোগান্তি

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৬, ১১:৪৪ | আপডেট: ০৯ নভেম্বর ২০১৬, ১১:৫০

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া এলাকার মেঘনা সেতুর ওপর সড়ক দুর্ঘটনা, ট্রাক বিকল ও অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে  যানজটের তৈরি হয়েছে। এতে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে।

বুধবার সকাল থেকেই এই মহাসড়কে থেমে থেমে চলছে গাড়ি।

মহাসড়কে দায়িত্বরত পুলিশ,চালক ও যাত্রীদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দুই ট্রাকের সংঘর্ষ হয়। এতে যানজটের সৃষ্টি হয়।  ভোর রাতে পণ্যভর্তি আরো দুটি ট্রাক সেতুর ওপর বিকল হয়ে যাওয়ায় যানজট আরো দীর্ঘতর হয়। কখন যান চলা স্বাভাবিক হবে জানাতে পারেনি দায়িত্বরত পুলিশ।

গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ সার্জেন্ট মো. কামরুজ্জামান রাজ জানান, স্বল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা।

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/প্রতিনিধি/এলএ)