ছেউড়িয়ায় দুই দিনের লালন মেলা বৃহস্পতিবার শুরু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৬, ১৪:৫৪

বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরণে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ার লালন শাহের মাজারে দুই দিনব্যাপী লালন মেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার।

এ মেলা কুষ্টিয়া শিল্পকলা একাডেমি ও লালন একাডেমির সহযোগিতায় ১০ ও ১১ নভেম্বর সাধুসঙ্গ ও বাউল গানের আয়োজন করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এছাড়াও এ লালন মেলার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জেলা প্রশাসন।

দুই দিনব্যাপী এ অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১০টায় লালন মিলনায়তনে সেমিনারের মধ্যদিয়ে শুরু হবে। বিকাল ৪টায় অনুষ্ঠান উদ্বোধন করবেন ১০ জন প্রবীণ লালন ভক্ত ও অনুসারী।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এছাড়াও স্বাগত ব্ক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী।

এ অনুষ্ঠানের সভাপত্বি করবেন কুষ্টিয়া জেলা প্রশাসক জহির রায়হান।

এছাড়া সন্ধ্যার পর থেকে ৬৪ জেলার প্রতিশ্রুতিশীল শিল্পী ও বাউল শিল্পীদের পরিবেশনায় রাতভর চলবে লালন সংগীতের আসর।

এ বিষয়ে বুধবার দুপুরে লালন একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম হক জানান, দুই দিনব্যাপী এ মেলার শেষ প্রস্তুতি চলছে। এ ধরনের অনুষ্ঠান এবারই প্রথম হতে যাচ্ছে। আশা করছি, এ অনুষ্ঠানও সাধু ও ভক্তদের সমাগমে লালন আখড়ার গোটা এলাকা পরিপূর্ণ হয়ে উঠবে।

(ঢাকাটাইমস/৯ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :