প্রতিবন্ধী ননদকে হত্যায় নারীর যাবজ্জীবন

রাজশাহী ব্যুরো প্রধান, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ নভেম্বর ২০১৬, ১৮:৫৯

প্রতিবন্ধী ননদকে গলা টিপে হত্যার দায়ে সোরিয়ারা খাতুন (৩৫) নামে এক নারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর আদালত।

বুধবার দুপুর ২টার দিকে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বেগম জাকিয়া এ রায় দেন।

দ-প্রাপ্ত নারী রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কুমরপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে। রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাজশাহী জেলা জজ আদালতের পরিদর্শক খুরশিদা বানু কনা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১৫ সালের ৭ জুলাই গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকায় স্বামীর বাড়িতে থাকা অবস্থায় সোরিয়ারা খাতুন তার প্রতিবন্ধী ননদ রুশনারা বেগমকে (৪৫) গলা টিপে হত্যা করেন।

এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে আদালতে মামলাটির বিচার শুরু হয়। আদালত উভয়পক্ষের যুক্তিতর্ক শুনে এ রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের বিশেষ পিপি শফিকুল ইসলাম।

(ঢাকাটাইমস/০৯নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :