বগুড়ায় ব্যবসায়ী হত্যায় দুইজনের ফাঁসি

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৬, ১৯:০৭

বগুড়ার শেরপুরের আল মাসুদ নামে এক মুরগি ব্যবসায়ীকে হত্যার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সিনিয়র জেলা ও দায়রা জজ আ ম সাইদ এ রায় ঘোষণা করেন। দ-প্রাপ্তরা হলেন- নুরুল ইসলাম জায়দার ও মোস্তফা কামাল।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বগুড়ার শেরপুর উপজেলার কাফুরা পূর্বপাড়ার মাসুদ। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী। নিখোঁজের ২ দিন পর ওই এলাকার জিয়াউর রহমানের সেফটিক ট্যাংকের ভেতরে মাসুদের লাশ পাওয়া যায়।

পরে নিহতের মা মালেঞ্চা বেগম বাদী হয়ে শেরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। কিছু দিন পরে পুলিশ তদন্তে ওই হত্যাকা-ের মূল ঘটনা বেরিয়ে আসে।

তদন্ত রিপোর্টে বলা হয়েছে মাসুদকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর শ্বাসরোধ হত্যা করেছে সাজাপ্রাপ্তরা। ওই মামলায় গ্রেপ্তারকৃত দুইজন আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দী দেয়। আদাল স্বাক্ষ্য প্রমাণ নিশ্চিত করে বৃহস্পতিবার আসামিদের ফাঁসির আদেশ দেয়। (ঢাকাটাইমস/১০নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :