পাকুন্দিয়ায় ডা.শহীদুল্লাহ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি বিতরণ

পাকুন্দিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৬, ১৭:০৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দাখিল ও এসএসসির গরিব, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি বিতরণ করেছে ডা. মো. শহীদুল্লাহ ফাউন্ডেশন।

রবিবার সকালে উপজেলার বড়আজলদী গ্রামে ডাক্তার বাড়িতে এসব বিতরণ করা হয়।

শিক্ষাবৃত্তির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৬৫জন গরিব, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ফরম ফিলাপের জন্য শিক্ষাবৃত্তি বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মো. শহীদুল্লাহ।

এসময় জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, চরপুমদী আহমাদু জোবাইদা ইসলামিয়া দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা বদরুল আলম, পাকুন্দিয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ি আহসান উল্লাহ নয়ন, অবসরপ্রাপ্ত নৌসদস্য আলাউদ্দিন মজনুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৫সন থেকে অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক ডা.মো.শহীদুল্লাহ নিজের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে উপজেলার বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি বিতরণ করে আসছেন তিনি।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :