আদালত থেকে আসামির পলায়ন: দুই পুলিশ বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৯:১১ | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০১৬, ১৮:৫৬

রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার আসামি বিচারকের খাস কামরা থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে বাহিনীটি। এরা হলেন বাড্ডা থানার উপ-পরিদর্শক এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দার।

বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাব্বির ইয়াসির আহসান চৌধুরীর খাস কামরা থেকে পালিয়ে যান আসামি রাফসান হোসেন রুবেল।

শুক্রবার রাতে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার রুবেলকে রবিবার আদালতে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করবেন বলে জানান। এরপর তাকে নেওয়া হয় বিচারক সাব্বির ইয়াসিরের খাস কামরায়।

মামলাটির তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক এমরান উল হাসান ও কনস্টেবল দীপক চন্দ্র পোদ্দার তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন। তাদের অসতর্কতায় পরে পালিয়ে যান রুবেল।

বিকালে এই ঘটনা ঘটার কয়েক ঘণ্টার মধ্যে সন্ধ্যায় দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। জানতে চাইলে ডিএমপিরর গণ মাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী ঢাকাটাইমসকে বলেন, ‘ডিএমপির গুলশান জোনের উপ-কমিশনার এই দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করে পুলিশ লাইনে সংযুক্ত করেছেন।’

আসামি রুবেলের বিরুদ্ধে গত ২৫ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকায় এক গারো তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ আছে রুবেলের বিরুদ্ধে। ওই তরুণী একটি বাড়িতে তার হবু স্বামীর সঙ্গে দেখা করতে গেলে রুবেল ও তার সহযোগীরা ভয় দেখিয়ে তাকে তুলে নেয়।

এই ঘটনায় রাজধানীকে বসবাসকারী গারো সম্প্রদায়ের সদস্যরা বিচারের দাবিতে নানা কর্মসূচি পালন করে। আর র‌্যাব সদস্যরা গত শুক্রবার রাতে রুবেলকে গ্রেপ্তার করে।

রুবেলের বিরুদ্ধে ধর্ষণ, ছিনতাই, চাঁদাবাজি ও প্রতারণাসহ অন্তত ২০টি অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/এএ/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

এই বিভাগের সব খবর

শিরোনাম :