সিরাজদিখানে মোটরসাইকেলচাপায় বৃদ্ধা নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর রোডের আবির পারায় মোটরসাইকেল চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনায় নিহত ভানু বেগম (৭৫)সিরাজদিখান বাজারের সরদার বাড়ির মৃত ফল আলু মিয়ার স্ত্রী।
নিহতের স্বজন ও এলাকাবাসীরা জানান, বেপরোয়াভাবে চালিয়ে যাওয়ার সময় ভানু বেগমের উপর মোটরসাইকেলটি আছড়ে পড়ে এতে ভানু বেগম গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসারত অবস্থায় দুপুর ১টার দিকে চিকিৎসক ডা. সাহানাজ মৃত ঘোষণা করেন।
সিরাজদিখান থানার ডিউটি অফিসার এসআই পরিমল ঢাকাটাইমসকে জানান, এমন কোন তথ্য আমাদের কাছে আসেনি। কোন অভিযোগও পাইনি।
(ঢাকাটাইমস/১৩ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন