‘সন্ত্রাসের কবলে ক্যাবল টিভি ব্যবসা’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০১৬, ২০:৪৩

সন্ত্রাসের খপ্পরে পড়েছে দেশের ক্যাবল টিভি ব্যবসা। চলতি বছরের শুরু দিকে রাজধানীর দক্ষিণ খানে এক ক্যাবল টিভি ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাসীরা তার ব্যবসা দখল করেছে। এরপর প্রতিকার চেয়ে তথ্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দেয়া হয়েছে ক্যাবল টিভি অপারেটরদের সংগঠনের পক্ষ থেকে। কিন্তু কোনো প্রতিকার পাওয়া যায়নি।

এই বিষয়টি সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সামনে এসব কথা তুলে ধরেন ক্যাবল টিভি ব্যবসায়ী মীর হোসেন আখতার।

তিনি জানান, ক্যাবল টিভি ব্যবসা বাংলাদেশে একটি অঘোষিত শিল্পে পরিণত হয়েছে। এই শিল্প একটি সন্ত্রাসী গ্রুপ ধ্বংস করতে চাইছে। আমরা একটি ফুলের বাগান তৈরি করেছি। এই বাগানের যত্নের দায়িত্ব সরকারকে নিতে হবে। অন্যথায় এই শিল্প হুমকির মুখে পড়বে।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা অনেক সমস্যার কথা বললেও মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট সংস্থা ব্যবসা নেয় না। কালক্ষেপণ করে। এর প্রতি আমরা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।’

এভাবে বেশ কয়েকজন ক্যাবল টিভি ব্যবসায়ী তাদের অভিযোগ ও দাবির কথা তুলে ধরেন।

এরমধ্যে রয়েছে- আরও বেশি ক্যাবল টিভির লাইসেন্স দেয়া। লাইসেন্স ফি কমানো। সারচার্জ না নেয়া। অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক আমদানিতে ভ্যাট কমানো। ক্যাবল টিভি চালুর অনুমতিসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয় ক্যাবল ব্যবসায়ীদের পক্ষ থেকে।

তবে তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ ক্যাবল টিভি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের বিষয়গুলো আমরা দেখবো। তবে অনেক জায়গায় ক্যাবলের সমস্যার কারণে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভালোভাবে দেখা যায় না। আমার বাসায়ও ভালোভাবে দেখা যায় না। এর কী ব্যবস্থা নেবেন।’

সব বিষয়ে শুনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আপনারা সন্ত্রাসের তৎপরতার যে অভিযোগ দিয়েছেন সেটি আমার কানে আসেনি। তবে এখন থেকে যাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া যায় সে ব্যবস্থা নিচ্ছি। আপনারা সুনির্দিষ্ট অভিযোগ দেবেন। প্রয়োজনে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবো।’

বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের ক্যারেজ ফি দেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘ক্যাবল টিভি অপারেটররা যে সুবিধা দিচ্ছে, সেই সুযোগ বেসরকারি টেলিভিশনগুলো নিচ্ছে। তাহলে তারা কেন ক্যারেজ ফি দেবে না। এটি তাদের দেয়া উচিত। কত দেবে সেটা বেসরকারি টেলিভিশন মালিকপক্ষ এবং ক্যাবল টিভি অপারেটররা বসে ঠিক করতে পারে। সরকারের এখানে কিছু করার নেই।’

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এমএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :