যুবলীগ নেতার বিরুদ্ধে ছিনতাই মামলা, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৬, ১৮:০৬
অ- অ+

আখাউড়ায় এক যুবলীগ নেতার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছা. শরুফা বেগম বাদী হয়ে যুবলীগ নেতা বাচ্চু মিয়াকে প্রধান আসামি করে আখাউড়ায় থানায় মামলা করেছেন। মামলার পর গা ঢাকা দেন যুবলীগ নেতা বাচ্ছু মিয়া।

এই মামলাকে কেন্দ্র করে মঙ্গলবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে উভয়পক্ষ। এ ঘটনায় আখাউড়ায় তোলপাড় শুরু হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের (৪,৫ ও ৬) নং ওয়ার্ডের মহিলা মেম্বার শরুফা বেগম গত ১০ নভেম্বর দুপুরে ব্যক্তিগত কাজে আখাউড়া পৌরশহরের সড়ক বাজারে আসেন। এ সময় শহরের সড়কবাজার দুতলা মসজিদের মোড়ে এক যুবক তাকে ভাল-মন্দ জিজ্ঞেস করে তার কপালে রক্ত লেগে থাকার কথা বলে। পরে ওই যুবক রক্ত মুছে দিচ্ছি বলে হাত দিয়ে তার নাকে-মুখে স্পর্শ করে। এতে ওই নারী অচেতন হয়ে পড়ে। এ সময় কৌশলে ওই যুবক শরুফা বেগমকে শহরের মালদারপাড়া এলাকার মায়াবি সিনেমা হলের পেছনে নিয়ে তার সঙ্গে থাকা নগদ ৮৮ হাজার টাকা ও সাড়ে চার ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে শরুফা বেগম তার সম্পর্কের মামা নিজ গ্রামের এবং আখাউড়া পৌর যুবলীগ নেতা মো. বাচ্ছু মিয়াকে প্রধান আসামি করে ১৩ নভেম্বর মামলা করেন।

এই ছিনতাই মামলাকে কেন্দ্র করে মঙ্গলবার সড়ক বাজার আল-একরাম সোসাইটি কার্যালয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন বাদী-বিবাদী পক্ষ।

মামলায় অভিযুক্ত যুবলীগ নেতার বড় ভাই মোহাম্মদ আলী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তার ভাইয়ের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে মিথ্যা মামলায় জড়িয়েছে। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান।

এদিকে বেলা ১টায় ইউপি সদস্য শরুফা বেগম একই স্থানে সংবাদ সম্মেলনে বলেন, এক যুবক আমাকে অচেতন করে মালদারপাড়ায় নিয়ে যায়। সেখানে বাচ্চু মিয়ার উপস্থিতিতে আমার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরে আমি অসুস্থ হয়ে গেলে স্থানীয়রা আমাকে হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে বাচ্চু মিয়াকে এ ঘটনার কথা জিজ্ঞেস করলে সে আমার ছিনতাই হওয়া টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করে ফিরিয়ে দেবার কথা দেয়। কিন্তু তিন দিন পার হওয়ার পরও টাকা ও স্বর্ণালঙ্কার ফেরত না দেয়ায় আমি তাকে প্রধান আসামি করে থানায় মামলা করেছি।

এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বাচ্চু মিয়া জানান, আমার সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহলের প্ররোচণায় শরুফা বেগম এ মিথ্যা মামলা ঠুকে দিয়েছে।

(ঢাকাটাইমস/১৫ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় 
সিরাজদিখানে স্বর্ণ-টাকা ও সন্তান নিয়ে উধাও স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়েরিয়া রোগীর চাপ, চিকিৎসায় হিমশিম
স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না: নয়ন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা