মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, ১১ জনের বিরুদ্ধে মামলা

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ নভেম্বর ২০১৬, ২১:৫৪

ঝালকাঠির রাজাপুরের আমতলা বাজারে আব্দুস ছালাম খান নামে একজন মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। গত সোমবার বিকালে ওই মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহতের পর আজ ভোরে তার মৃত্যু হয়। নিহত আব্দুস ছালাম খান পার্শ্ববর্তী পিরোজপুর জেলার ভান্ডারিয়ার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা ও একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

রাজাপুর থানার ওসি মুনির উল গিয়াস বলেন, সোমবার সন্ধ্যায় শিক্ষকতার কাজে ওই মুক্তিযোদ্ধা আমতলা এলাকার এক শিক্ষিকার বাড়িতে যান। এসময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু হাওলাদার ও শাহআলমের নেতৃত্বে আরও কয়েকজন শিক্ষিকার সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে ওই মুক্তিযোদ্ধাকে পিটিয়ে আহত করে। আহত অবস্থায় আজ ভোরে নিজ বাড়িতে ওই মুক্তিযোদ্ধার মৃত্যু হয়।

মঙ্গলবার সন্ধ্যায় রাজাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতে ছেলে মুরাদ হোসেন বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য বাচ্চু হাওলাদার ও শাহ আলমসহ নামধারী আটজনসহ আর ২/৩ জনকে আসামি করে রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

(ঢাকাটাইমস/১৫নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :