নাসিরনগরের ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন, মন্দিরে ভাঙচুর এবং লুটপাটের ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম আমিরুল ইসলাম চকদার। তিনি নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি। মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে নাসিরনগর থানা পুলিশ।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর এ তথ্য নিশ্চিত করে জানান, হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়া গেছে, এজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে আমিরুলের পরিবারের দাবি, তিনি এই ঘটনার সঙ্গে জড়িত নন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হচ্ছে।
নাসিরনগরের এই ঘটনায় এখন পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
ফেসবুকে ইসলাম সম্পর্কে ‘কটূক্তিমূলক’ একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি হিন্দু মন্দির ও অন্তত দেড় শ বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এর পাঁচ দিনের মাথায় ৪ নভেম্বর একই এলাকার কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেয়ার ঘটনা ঘটে। ১৩ নভেম্বর নাসিরনগরে ফের হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
(ঢাকাটাইমস/১৬নভেম্বর/জেবি)
মন্তব্য করুন