নির্ভীক কলম সৈনিক ছিলেন মানিক

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ নভেম্বর ২০১৬, ১২:৩৩

দৈনিক মানবজমিন পত্রিকার পাকুন্দিয়া প্রতিনিধি মরহুম সাংবাদিক মানিক আহমেদ স্মরণে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন পিপুল ডেভেলপমেন্ট প্রসেস (পিডিপি)-এর আয়োজনে এ সভা হয়।

এতে পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল।

মঠখোলা হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরীকুল হাসান শাহিনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলাম, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের প্রভাষক চিত্ত রঞ্জন বর্মণ, পৌর কাউন্সিলর তরীকুল ইসলাম আসাদ, শ্রমিকলীগ আহ্বায়ক আউয়াল শেখ আশরাফী, সাংবাদিক আল আমিন, মুহিবুল্লাহ বচ্চন, তানভীর হায়দার ভূঞা, রাজন সরকার, দিলিপ রবিদাস, অনার্স এন্ড মাস্টার্স ছাত্রকল্যাণ সংগঠনের সাবেক সভাপতি এমএস আল মামুন, পিডিপির পরিচালক এনামুল হক তুহিন প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, একজন সৎ ও নির্ভীক কলম সৈনিক ছিলেন মানিক আহমেদ। প্রভাবশালী মহলের রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘটে যাওয়া অনিয়ম দুর্নীতিসহ সমাজের নানান বিষয় নিয়ে আপোষহীন লেখনির মাধ্যমে মফস্বল সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন তিনি।

তার অকাল মৃত্যুতে পাকুন্দিয়াবাসী গভীরভাবে শোকাহত।

প্রসঙ্গত, গত ৪ নভেম্বর রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সাংবাদিক মানিক আহমেদ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

(ঢাকাটাইমস/১৬ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :