লেগুনা উল্টে ১২ জেএসসি পরিক্ষার্থী আহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৬, ১৮:৩৭
অ- অ+
ফাইল ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় লেগুনা উল্টে ১২ জন জেএসসি ‘জুনিয়র স্কুল সার্টিফিকেট’ পরীক্ষার্থী আহত হয়েছে।

তারা সকলেই বালুয়াকান্দি ডা.আব্দুল গফ্ফার স্কুল এন্ড কলেজের স্কুল শাখার শিক্ষার্থী।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহত পরিক্ষার্থীদের সূত্রে জানা যায়, স্কুলের বারোজন পরিক্ষার্থীসহ প্রায় আঠারোজন যাত্রী নিয়ে একটি লেগুনা ভবেরচর ওয়াজীর আলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় পরিক্ষার্থীদের বহনকারী লেগুনাটি উল্টে যায়। এ সময় মো. সাগর, রিফাত সরকার, আরিফা খাতুন, উম্মি আক্তার ও মো: রুহানসহ বারো পরিক্ষার্থী আহত হয়।

এদের মধ্যে আটজনকে গজারিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর পরীক্ষা কেন্দ্রে হাজিরা দেওয়ানো হয়েছে। গুরুতর আহত দুইজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষ মো: বছিরউল্লাহ জানান, আজ চতুর্থ বিষয়ের কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের পরীক্ষা ছিল।

ভবেরচর ওয়াজীর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে আসা ঢাকা বোর্ডের সহকারী বিদ্যালয় পরিদর্শক শ্রী কার্তিক চন্দ্র দত্ত জানান, সড়ক দুর্ঘটনায় পরিক্ষার্থী আহত হওয়ার বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। আহত পরীক্ষার্থীদের বিকল্প উপায়ে পরীক্ষা নেয়া হয়েছে।

কেন্দ্র সচিব সর্দার আব্দুল কাইয়ূম জানান, আহতদের মুখে উত্তর শুনে সপ্তম শ্রেণির পাঁচ শিক্ষার্থী উত্তর পত্রে তা লিখে দিয়েছে।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিজয় দিবসে ঢাকা মহানগর ছাড়া সারা দেশে বিএনপির র‌্যালি
১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিন লাগেনি: অসীম
মঈন খানের বাসভবনে ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজ
বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা