মাগুরায় ‘মিড ডে মিল’ ও ‘মা সমাবেশ’

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ নভেম্বর ২০১৬, ১৯:২৪

মাগুরার শ্রীপুর উপজেলার সব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, ঝড়ে পড়া রোধ, শ্রেণি পাঠে মনোযোগ ও পুষ্টিমান বৃদ্ধিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ওসমান গণি মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, মিজানুর রহমান, শিক্ষা অফিসার দীপক কুমার গোস্বামী, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাকী ইমাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান খান, শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।

অনুষ্ঠানে তিন শতাধিক অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে দুপুরের খাবার পরিবশেন করা হয়।

(ঢাকাটাইমস/১৭নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :