খাগড়াছড়িতে অস্ত্র-গুলি উদ্ধার, আটক ১
খাগড়াছড়ির গুইমারাতে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত নিরাপত্তাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে একটি দেশীয় বন্দুক, ২ রাউন্ড গুলি ও ৭ পিস ইয়াবা উদ্ধার করেছেন।
বৃহস্পতিবার গভীর রাতে এসব উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সাথে জড়িত সন্দেহে মংসাথোয়াই মারমা নামে একজনকে আটক করা হয়েছে।
তিনি গুইমারা উপজেলার বড়ইতলী এলাকার উগ্যজাই মারমার ছেলে।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জোবায়রুল হক জানান, আটককে গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, ঘটনার সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১৮ নভেম্বর/প্রতিনিধি/এলএ)
মন্তব্য করুন