খাগড়াছড়িতে ট্রলি-অটোরিকশা সংঘর্ষে নারী নিহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ট্রলির সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতের নাম শ্যামলিকা চাকমা। উপজেলার দীঘিনালা ইউনিয়নের কার্বারি বৈদ্যপাড়া এলাকার কনক রঞ্জন চাকমার স্ত্রী তিনি।
আহতরা হলেন, নারিকেল বাগান এলাকার মুধাংশু সেন চাকমার ছেলে অর্পন সেন চাকমা, বাবুছড়া বাজারের জেবল হোসেনের ছেলে আবুল মনসুর, বাবুছড়া বাজারের কালাচিত্তি চাকমার স্ত্রী মল্লিকা চাকমা, চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার ননী গোপাল দের ছেলে রুপন দে।
পুলিশ জানায়, দুপুর দুটার দিকে উপজেলার বাবুপাড়া সূর্য্যের হাসি ক্লিনিকের সামনে একটি ট্রলির সঙ্গে একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত এবং চারজন আহত হয়।
দীঘিনালা থানার উপপরিদর্শক জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনার পর ট্রলিটি উদ্ধার করা হলেও এর চালক পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১৯নভেম্বর/প্রতিনিধি/এমআর)
মন্তব্য করুন