প্রোগ্রামিংয়ে সেরা বুয়েট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ নভেম্বর ২০১৬, ২৩:১৪

রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত এসিএম-আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

প্রথম ও দ্বিতীয় স্থান দখল করেছে যথাক্রমে বুয়েট রায়ো ও বুয়েট ওমনিটিকর। তৃতীয় হয়েছে ঢাকা সেনসরড। মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে চুয়েট গার্লস এরিয়া পারল।

শনিবার রাজধানীর গ্রিন রোডের ইউএপির নিজস্ব ক্যাম্পাস ভবনে দুই দিনব্যাপী প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পুরস্কার হিসেবে তিনি বিজয়ী দলগুলোকে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাইয়ুম রেজা চৌধুরী।

এসিএম-আইসিপিসি প্রতিযোগিতা দুটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রাক-নির্বাচনী অনলাইন প্রতিযোগিতা এবং মূল প্রতিযোগিতা। প্রতিযোগিতার প্রধান আয়োজক ছিল ইউএপির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসই)। সহযোগিতা করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ।

মূল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা একটি নির্দিষ্ট প্রাঙ্গণে সমাবেত হয়ে প্রতিযোগিতায় অংশ নেন। এ বছর প্রাক-নির্বাচনী প্রতিযোগিতায় এবং মূল প্রতিযোগিতায় মোট ১,৬৬৫টি দল নিবন্ধন করে। যার মধ্যে ৮১টি প্রতিষ্ঠান থেকেই নিবন্ধন করে এক হাজার ৫৬৬টি দল।

এছাড়া আইসিপিসির ইতিহাসে এবারই প্রথমবারের মত ১২৯টি মেয়েদের দল অংশগ্রহণ করেছে। আজ মূল প্রতিযোগিতায় ১২৫টি দল অংশ নেয়।

আগামী ২০-২৫ মে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটাতে এসিএম-আইসিপি ওয়ার্ল্ড ফাইনাল-২০১৭ অনুষ্ঠিত হবে। এসিএম-আইসিপিসি ঢাকা রিজিওনাল-এর প্রথম তিন থেকে চারটি দল সেখানে অংশগ্রহণ করবে বলে আয়োজকরা আশা করছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে ৭৫টি প্রতিষ্ঠানের ৯৮৫টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/জেআর/এমআর)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

বুয়েটে রাজনীতি: হাইকোর্টের আদেশ পাওয়ার পর আইনি পদক্ষেপের ঘোষণা

মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

বিএসএমএমইউর উপ-উপাচার্য হলেন আতিকুর রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনা উন্নয়ন ও দ্রুত সেবা প্রদানে নির্দেশ উপাচার্যের

বরিশালে ভিবিডির 'হিটস্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা' বিষয়ক ক্যাম্পেইন

সনদ জালিয়াতি: কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আলী আকবর খানকে অব্যাহতি

প্রচণ্ড দাবদাহের কারণে অনলাইনে ক্লাস নেবে কুবি

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: তৃতীয় ধাপের সংশোধিত ফল প্রকাশ

সনদ বাণিজ্য: ওএসডি হচ্ছেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান

হাবিপ্রবি ছাত্রলীগের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

এই বিভাগের সব খবর

শিরোনাম :