মাদক মামলায় হাজিরা শেষেই মাদকসহ আটক

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০১৬, ১৯:৪৪
অ- অ+

মাদক (ইয়াবা) মামলায় আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে আবারও মাদক বহন করার অভিযোগে আটক করা হয়েছে জেলার দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুর মোহাম্মদ (৪০) কে।

রবিবার বিকাল ৪টার দিকে দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃত নুর মোহাম্মদ দীঘিনালা উপজেলার বড় মেরুং এলাকার মৃত একিন আলীর ছেলে।

সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রইচ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসির নেতৃত্বে দীঘিনালা সড়কের কৃষি গবেষণা এলাকায় নুর মোহাম্মদের মোটরসাইকেলের গতিরোধ করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবাসহ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় আনে পুলিশ।

প্রায় একমাস আগে ৬ পিস ইয়াবাসহ কুমিল্লা টিলা এলাকা থেকে তাকে আটক করে মাদক মামলায় আদালতে চালান করেছিল পুলিশ। সে মামলায় জামিন পান নুর মোহাম্মদ। আজ মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আবার মাদক বহনের অভিযোগে আটক হলেন তিনি।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/প্রতিনিধি/ইএস)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রংপুর-চট্টগ্রামসহ ১২ জেলায় নতুন পুলিশ সুপার
স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন: যুবদল সভাপতি
উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তাদের সঙ্গে মহাপরিচালকের মতবিনিময় 
সিরাজদিখানে স্বর্ণ-টাকা ও সন্তান নিয়ে উধাও স্ত্রী, থানায় অভিযোগ স্বামীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা