জাবি ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

জাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৬, ১০:৩৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ) ফল প্রকাশ করা হয়েছে।

রবিবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট (ju-admission.org/ ) এ ফল জানানো হয়।

এছাড়া ভর্তি পরীক্ষার ফল আবেদনকারীর মোবাইল নম্বরে এসএমএস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এবার ‘এ’ ইউনিটের ৪৫১টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৭০০ শিক্ষার্থী আবেদন করে। ফলাফলে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট-বিভাগের আসন সংখ্যার সর্বাধিক দশগুন শিক্ষার্থীর আলাদা মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।

এবার দুই হাজার ৩০টি আসনের বিপরীতে দুই লাখ ২০ হাজার ২৯৮জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ১০৯জন পরীক্ষার্থী প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তিনদিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার সূচি, আসন বিন্যাস, ফলাফল অন্যান্য তথ্য www.juniv.edu/admission থেকে জানা যাবে।

(ঢাকাটাইমস/ ২০ নভেম্বর/ প্রতিনিধি/জেডএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :