বাংলার পাশাপাশি ভালো ইংরেজি শেখার তাগিদ শিক্ষামন্ত্রীর

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৬, ১৭:২২

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রযুক্তিগত উন্নয়নের স্বার্থে আমাদেরকে বাংলার পাশাপাশি ভালো ইংরেজি শিখতে হবে। আন্তর্জাতিক পর্যায়ে যে জ্ঞান সেটাকে কাজে লাগাতে হলে ইংরেজি শিক্ষা অন্যতম গুরুত্বের দাবি রাখে। বাংলা ভাষাকে 'শক্তভাবে' শিখে এরপর ইংরেজির প্রতি মনোযোগ দেয়ার কথা বলেন মন্ত্রী।

সোমবার জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমির (নায়েম) কনফারেন্স হলে পঞ্চমবারের মতো ইংরেজি ভাষা শিক্ষা প্রশিক্ষণ-২০১৬ এর মতবিনিময় সভায় এক ভিডিও কনফারেন্সে মন্ত্রী এসব কথা বলেন।

জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমির পক্ষ থেকে আগামী ১২ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত মাধ্যমিক পর্যায়ের ইংরেজি শিক্ষকদেরকে ইংরেজি ভাষার ওপর দক্ষতা সৃষ্টির লক্ষে এই প্রশিক্ষণ দেয়া হবে। ঢাকা, খুলনা, চট্টগ্রাম, পাবনা, ফেনী, বরিশাল মোট পাঁচটি জেলার ২৩৮ জন শিক্ষককে ইংরেজি শিক্ষা প্রশিক্ষণ দেবে নায়েম।

ভিডিও কনফারেন্সে মন্ত্রী বলেন, ‘বাংলা আমাদের মাতৃভাষা। প্রত্যেক জাতির নিজের ভাষা শেখা উচিত। কিন্তু নিজেদের ভাষার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের দুই-তিনটি ভাষাও আমাদের শিখে নেয়া উচিত।’

মন্ত্রী বলেন, ‘আপনারা যারা শিক্ষাপরিবারের সাথে কাজ করছেন এরা বৃহৎ শক্তি। আপনাদের নিবেদিত চেষ্টা আর চর্চার মাধ্যমেই ভালো ইংরেজি জানা প্রজন্ম তৈরি হতে পারে। আপনারা প্রশিক্ষণ নিয়ে সর্বোচ্চ সফল প্রয়োগের মাধ্যমেই আমরা ইংরেজিতে দক্ষ বলয় তৈরি করতে পারি।’

মন্ত্রী একচেটিয়া ভিনদেশি ভাষা শিক্ষার সমালোচনা করে বলেন, অনেক পরিবারকে গর্বের সাথে বলতে শুনেছি- সন্তান বাংলা জানে না। এটা গর্বের নয় বরং বাংলার পাশাপাশি পার্শ্ব ভাষা শেখা গর্বের।

মন্ত্রী আরও উন্নত ইংরেজি শিক্ষায় অভ্যস্ত ও যুগের সাথে সঠিক প্রয়োগের বিষয়ে অভ্যস্ত করতে প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক প্রফেসর হামিদুল হক, নায়েম পরিচালক প্রফেসর যাকী ইমাম, নায়েম ট্রেনিং স্পেশালিস্ট রবিউল ইসলাম প্রমুখ।

(ঢাকাটাইমস/২১নভেম্বর/দোহা/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ প্রতিনিধিদের সঙ্গে মেয়র তাপসের মতবিনিময়

মতিঝিলের ফুটপাতে পড়েছিল বৃদ্ধার মরদেহ

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

খিলক্ষেতে ৬০ কোটি টাকার খাসজমি উদ্ধার

রাজারবাগের পুকুরে ডুবে পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু, ধরা পড়ল সিসি ক্যামেরায়

চার নারী একসঙ্গে ওয়াশরুমে! সেই রাতে গুলশানে কী হয়েছিল, জানালেন ভুক্তভোগী

রাজধানীতে ছাদ থেকে লাফ দিয়ে নারীর আত্মহত্যা

সংসদ এলাকায় ড্রোন উড়িয়ে আটক সাবেক এমপিপুত্র, ছাড়া পেলেন মুচলেকায়

গুলশানে ‘মাতাল’ হয়ে মারামারিতে জড়ানো তিন তরুণী গ্রেপ্তার, বারের বিরুদ্ধেও ব্যবস্থা

ভাষানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: মা ও স্ত্রীর পর না ফেরার দেশে লিটনও

এই বিভাগের সব খবর

শিরোনাম :