ভাগ্যে মিলল না ঠাঁই স্বজনের মাঝে

মো. মাসুম রেজা
 | প্রকাশিত : ২১ নভেম্বর ২০১৬, ২০:৫৭

ভাগ্য যে বড়ই নির্মম, এ জগতে হায়!

কার ভাগ্যে কী লেখা আছে

আল্লাহ্ ছাড়া, বোঝা বড় দায়-

এ জগতে হায়!

জীবনের জন্য কর্ম, কর্মের জন্য জীবন নয়

এ সত্য উপলব্ধি কয়জনেরই বা হয়-

এ জগৎ সংসারে হায়!

জীবন, যৌবন, কর্ম দিলাম যাদের তরে

তারাই করিলো মোর পর, জগৎ সংসারে।

কর্মের শেষে যখন গেলাম অবসরে-

তখন, মোর নাহি কেউ চায়,

জগৎ সংসারে।

মোর কর্ম ও সুখের সময় তারিফ করতো যারা

অবসরে তাদের কাছেই আমি আজ বিষফোঁড়া।

এ বয়সেও আমি, একলা বসে আপন মনে-

ভাবছি সবার তরে,

সবাই তখন ভাবছে নিজের তরে।

স্বজন মোর ছিল যারা, এ জগৎ সংসারে

নেই তো আজ কেউ, পর করেছে মোরে।

বললে কথা বলে ওরা, আমরা তো আর-

তোমার নই,

মনের ব্যথা মনে রেখেই, করি প্রার্থনা

আল্লাহ্ তুমি মোর করিও না-

ওদের মত ঘৃণা।

ব্যথিত মনে সন্তানদের দ্বারে-

করি মোর আবদার,

তোমরাই তো মোর জীবনের কর্ণধার।

থাকবো আমি একটু সুখে, তোমাদের মাঝে-

দু’বেলা শুকনা রুটি আর উচ্ছিষ্ঠ ভাতে!

এর চেয়ে বেশি কিছু আর-

চাইবো না, তোমাদের কাছে,

জীবন প্রদীপ যতদিন আছে।

ভাগ্যের লেখা নির্মম হলেও সত্য-

যায় না বলা অন্যের কাছে,

অশ্রু ঝড়া চোখে, ব্যথিত মনে বলি-

বৃথা গেল মোর সারা জীবনের শ্রম

ভাগ্যে মিলল না ঠাঁই স্বজনের মাঝে-

অবশেষে মোর আশ্রয় হলো-

একমাত্র বৃদ্ধাশ্রম।

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :