জোড়া খুনে দুইবার মৃত্যুদণ্ড

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৬, ১২:৪০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০০

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

রাজধানীর যাত্রাবাড়ীতে জোড়া খুনের মামলায় দুই আসামির দুইবার করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া তাদের প্রত্যেককে ৪০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়।

মঙ্গলবার সকালে ঢাকার ৪ নম্বর দ্রত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, সাঈদ হাওলাদার এবং মো. রিয়াজ নাগর আলী। সাঈদের বাড়ি ঢাকায় আর রিয়াজের বাড়ি কুমিল্লায়।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৪ মার্চ উত্তর যাত্রাবাড়ীর ৫৬ কলাপট্টির দ্বিতীয় তলার বাসায় দণ্ডপ্রাপ্তরা চুরি করতে যায়। বাড়ির ভাড়াটিয়া রওশন আরা দেখে ফেলায় তাকে জবাই করে হত্যা করে দণ্ডিতরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদের বোন দেখে ফেলায় দণ্ডিতরা তাকেও জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা নগদ টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।

ঘটনার পরদিন রওশন আরার ভাই মোজাম্মেল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেন।

গত ২৫ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন সাঈদ হাওলাদার ও তার বন্ধু রিয়াজের নামে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন মাহফুজুর রহমান লিখন। আসামিপক্ষে ছিলেন  আবদুস সবুর ও জাকির হোসেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/আরজে/এমআর)