ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা হত্যায় দুইজন রিমান্ডে

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ নভেম্বর ২০১৬, ১৬:৪৭

ঝালকাঠির রাজাপুরে মুক্তিযোদ্ধা শিক্ষক আব্দুস ছালাম খান হত্যা মামলায় প্রধান আসামি ওয়ার্ড যুবলীগ সভাপতি ইউপি সদস্য নেতা মোস্তাফিজুর রহমান বাচ্চুসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় আসামীরা ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করলে বিচারক রুবাইয়া আমিন তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে আদালত এ মামলায় সন্দেহজনকভাবে পূর্বে গ্রেপ্তারকৃত ফারুক মুন্সি ও বাদশাহ মোল্লাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আত্মসমর্পণ করা আসামিরা হলেন, রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বাচ্চু, ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলম হাওলাদার, হুমায়ুন কবির ও মান্নান ফরাজী।

গত ১৪ নভেম্বর বিকালে ওই মুক্তিযোদ্ধাকে রাজাপুরের সাতুরিয়া ইউনিয়নের আমতলা এলাকায় পিটিয়ে আহত করা হলে পরের দিন সকালে ভান্ডারিয়া উপজেলার তার নিজ বাড়িতে মৃত্যু হয়। নিহত আব্দুস ছালাম খান ভান্ডারিয়ার শিয়ালকাঠি এলাকার বাসিন্দা ও একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

এ ঘটনায় নিহতের ছেলে মুরাদ খান বাদী হয়ে চারজন নামধারীসহ আটজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :