ঝিনাইদহে শাহানুরের ওপর হামলায় গ্রেপ্তার আরো ১

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৬, ১৩:০২

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে দুই পা হারানো পিতা শাহানুর বিশ্বাসের ওপর হামলায় কোরবান আলী নামে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোরবান আলী নলভাঙ্গা গ্রামের আব্দুল মজিদের ছেলে। এ নিয়ে ওই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হলো।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গত ১৬ অক্টোবর সকালে জেলার কালীগঞ্জ উপজেলার নলভাঙ্গা গ্রামে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় শাহানুর বিশ্বাস নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে বখাটেরা। এরপর প্রথমে তাকে যশোর ও পরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়। সেখানে তার পায়ে ইনফেকশন দেখা দিলে তার দু-পা কেটে ফেলতে হয়।

ঘটনার পর শাহানূরের আত্মীয় মো. ইয়াকুব আলী ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। পরে ভাই মহিনূর ১৬ জনকে আসামি করে আরো এটি মামলা করেন।

এ মামলায় মঙ্গলবার রাতে উপজেলার কাস্টভাঙ্গা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ কোরবান আলী নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার কোরবান আলীকে আদালতের মাধ্যমে গারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ইতোপূর্বে ওই মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :