বরিশালে বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনায় মামলা

বরিশাল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৬, ১৫:১৫

বরিশালের উজিরপুরের হারতা বাজারের মৎস্য আড়তে ডাকাতির ঘটনায় মামলা করা হয়েছে। ওই ঘটনায় ডাকাতদের হামলায় মারা যাওয়া মাছ ব্যবসায়ী সোহরাব বেপারীর ছেলে খোকন বেপারী মামলাটি করেন।

বুধবার সকালে ১০/১২জন অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উজিরপুর থানার কর্মকর্তা গোলাম সরোয়ার।

তিনি বলেন, এখনো কাউকে আটক করা হয়নি। তবে ডাকাত আটকের চেষ্টা চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় উজিরপুর উপজেলার হারতার ইউনিয়ন উত্তরপার বাজারের মাছ বাজারে বোমা এবং ককটেল ফাটিয়ে ২৯টি মৎস্য আড়তে লুটতরাজ চালিয়ে প্রায় কোটি টাকা নিয়ে যায়। ডাকাতির পরে তারা স্পিডবোটে করে পালিয়ে যায়।

এসময় ডাকাতদের হামলায় মাছ বাজারের সভাপতি সোহরাব বেপারী নিহত হন। তবে অনেকের দাবি তিনি আতঙ্কিত হয়ে মারা গেছেন। এছাড়া আরো প্রায় ১৫ জন আহত হন।

এঘটনায় রাতেই ঘটনাস্থল সংলগ্ন রেঞ্জ রিজার্ভ ফোর্সের ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাফফরকে সাময়িক বরখাস্ত এবং ৯ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

(ঢাকাটাইমস/২৩ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :