‘জলবায়ু তহবিলের অর্থ অনুদান হিসেবে নিতে হবে, ঋণ নয়’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৬, ১৫:৫৯

শিল্পোন্নত দেশসমূহের ব্যাপক কার্বন নিঃসরণের কারণে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এর মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু বৈশ্বিক চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী জলবায়ু তহবিলে টাকা আসছে না। যা দেয়া হচ্ছে তা ঋণ হিসেবে, অনুদান হিসেবে নয়। এতে ক্ষতিগ্রস্ত দেশ আরও ক্ষতি হবে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইবি) এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জাম খান।

বুধবার ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, ‘এডিবি, বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান জলবায়ু তহবিলকে লাভজনক ব্যবসার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে। সর্বনিম্ন সুদ ও সর্বোচ্চ রেয়াতি সুবিধার মাধ্যমে এ ধরনের ঋণ প্রদান করা হলেও ঋণ ও সুদ বাবদ অতিরিক্ত বোঝা জলবায়ু অভিঘাতের শিকার মানুষের ওপর চাপিয়ে দেয়ার প্রয়োজন বা যুক্তি কোনোটাই নেই।’

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘ঢাকঢোল পিটিয়ে কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি দিলেও শিল্পোন্নত দেশগুলো এ তহবিলে অর্থায়ন করছে না। জলবায়ু ঝুঁকির শীর্ষে থাকা বাংলাদেশ এ তহবিলের বড় দাবিদার হলেও গত পাঁচ বছরে কোনো অর্থ জোটেনি। যদিও অর্থ দেয়া হয় দিতে হবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়।’

বাংলাদেশও জলবায়ু পরিবর্তনে গুরুত্ব দিচ্ছে না বলে ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশের অভিযোজন তহবিলের ঘাটতি দেখা যাচ্ছে। প্রতি বছর জাতীয় বাজেট থেকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিল (বিসিসিটিএফ) এ তহবিল বরাদ্দের পরিমাণ ক্রমেই কমছে। যা খুব উদ্বেগজনক।’

পরিচালক বলেন, ‘২০১২ সালের পর শিল্পোন্নত দেশসমূহ বাংলাদেশ জলবায়ু পরিবর্তন রেজিলিয়েন্স তহবিল (বিসিসিআরএফ) এ নতুন কোনো অর্থায়ন না করায় অভিযোজন কার্যক্রম পরিচালনায় বাংলাদেশকে অনেক বেগ পেতে হচ্ছে। এর মধ্যেই গত ১০ নভেম্বর ২০১৬ তারিখে যুক্তরাজ্যভিত্তিক দ্য গার্ডিয়ান এ প্রকাশিত সংবাদে বিসিসিআরএফ এর জন্য ব্রিটিশ সরকারের (ডিএফআইডি) প্রদত্ত তহবিল ফিরিয়ে নেয়ার খবরে টিআইবি উদ্বিগ্ন।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবর জলবায়ু অর্থায়নে সুশাসন এর প্রধান এম জাকির হোসেন খানসহ অন্য কর্মকর্তারা।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এসজেআর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :