মানুষ জঙ্গিবাদকে রুখে দাঁড়িয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৬, ১৬:০৫

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘একটি মহল বাংলাদেশকে পাকিস্তান, আফগানিস্তান এবং লিবিয়ার মতো সন্ত্রাসী রাষ্ট্র বানাতে চায়। অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। আমরা তা হতে দেব না। আমরা জঙ্গিবাদ চাই না, মানুষ হত্যা চাই না।’

বুধবার দুপুরে রংপুরে তিন জঙ্গির আত্মসমর্পণ অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি যারা আত্মসমর্পণ করলো আমাদের কাজ তাদের সংশোধন করা। আশা করি তারা সংশোধিত হবে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, ‘মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। এ সন্ত্রাস আমরা কয়েক বছর থেকে দেখে আসছি। আন্দোলনের নামে প্রতিদিন পেট্রলবোমায় জানমাল নষ্ট করা হয়েছে। শ্রমিক ছাত্র শিক্ষক সবার গায়ে পেট্রলবোমা মারা হয়েছে, অগ্নিদগ্ধ করা হয়েছে। হাজার হাজার যানবাহন ধ্বংস হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘একপর্যায়ে বিদেশিদের হত্যা শুরু হলো। তাবেলা সিজারকে হত্যা করলো, হত্যা করা হলো হোসি কুনিওকে, যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেনন। যিনি সাধারণ জীবন যাপন করতেন। বাঙালি হয়ে গিয়েছিলেন। আমরা দেখলাম বান্দরবন এলাকায় পুরোহিতকে হত্যা করা হলো। এই যে টার্গেট কিলিং, আমরা এদের ধরে ফেললাম।’

একই অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘আমরা ৪৩ জন গুরুত্বপূর্ণ জঙ্গিকে গ্রেপ্তার করেছি। ছয় জঙ্গি মারা গেছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা কোনোক্রমেই জঙ্গিদের পার হতে দেব না।’ এজন্য সবার সহযোগিতা চান র‌্যাব প্রধান।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/আরআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

সাত বিভাগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: যুক্তরাষ্ট্র

সীমান্তে নিহত দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ট্রেনে ঈদযাত্রা: পঞ্চম দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু

৫০ হাজার টন ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমোদন

এই বিভাগের সব খবর

শিরোনাম :