মাগুরায় অচেতন করে পরিবারের মালামাল লুট

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০১৬, ১৯:১৯

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের বাড়ৈখালি গ্রামে একটি পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

বুধবার সকালে প্রতিবেশীরা এসে পরিবারের সব সদস্যকে অচেতন দেখতে পেয়ে তাদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করান। তারা সনাতন ধর্মাবলম্বী বলে জানিয়েছে পুলিশ।

আক্রান্তদের নিকটাত্মীয় পিন্টু ভৌমিক জানান- মঙ্গলবার রাতে বাড়ৈইখালি গ্রামের সোমদেব ভট্টাচার্যের বাড়ির রান্নাঘরে খাবারের সঙ্গে অজ্ঞান করার ওষুধ মিশিয়ে রাখে দুর্বৃত্তরা। সোমদেব তার স্ত্রী শান্তি, তাদের দুই ছেলে মন্টু ও রিন্টুকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরে সকালে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির এসআই রিয়াদুল ইসলাম জানান, বিষয়টি জানার পর সকালে ওই ঘটনাস্থলে পরিদর্শন করেছি। আক্রান্তদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :