ইতালি ইপিবিএ সভাপতি লায়লা শাহ, সম্পাদক জসিম উদ্দীন

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৬, ০৯:৩১

অল ইউরোপিয়ান বাংলাদেশি অ্যাসোসিয়েশন (ইপিবিএ) ইতালি শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন লায়লা শাহ, আর সাধারণ সম্পাদক জসিম উদ্দীন। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কাজ করার প্রত্যয় নিয়ে এই কমিটি ফ্রান্সের প্যারিসে আত্মপ্রকাশ করে।

ইউরোপের অন্যান্য দেশে শাখা কমিটি করার যে প্রস্তুতি চলছে ইতালি কমিটি হলো তার মডেল। এ কমিটির মাধ্যমে ইপিবিএ শাখা কমিটির অগ্রযাত্রা শুরু হলো।

ইতালির কার্যালয় রাজধানী রোমে কাসিলানা ইপিবিএর সভাপতি কাজী মনসুর আহমেদ শিপুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হীরার পরিচালনায় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে ইতালি শাখার পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ইপিবিএ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বাচ্চু ও সাংগঠনিক সম্পাদক অলিউদ্দীন শামীম প্রমুখ।

কমিটির সদস্যরা হলেন: সভাপতি লায়লা শাহ (রোম), সিনিয়র সহ-সভাপতি রাজু আহমেদ (মিলানো), বদিউজ্জামান মাসুদ (লাস্পোসিয়া), সাধারণ সম্পাদক জসিম উদ্দিন অসিম (রোম), যুগ্ম সম্পাদক কমরেড খন্দকার (মিলানো), জাহাঙ্গীর আলম সাগর (ফিরেন্স), সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান (রোম), কোষাধ্যক্ষ মাহবুবুল কাদের ওয়েছ (রোম), প্রচার সম্পাদক আলী আহমেদ রনি (রোম), সহ-প্রচার সম্পাদক নুরুল করীম (বারী), মহিলা সম্পাদক সুলতানা খান (মিলানো), সাংস্কৃতিক সম্পাদক রত্মা ভূঁইয়া (পিছা), আন্তর্জাতিক সম্পাদক শাহদাত হোসেন রনি (রোম), সদস্য-রিয়াজুল সিলাম কাওসার (মিলানো), জহিরুল ইসলাম (রোম), আব্দুল কাদের (রোম), আরমান উদ্দিন (রোম), জায়েদুল হক মুকুল (রোম), আবুল হাসানাত বাবু (রোম)।

উপদেষ্টামণ্ডলী: প্রধান উপদেষ্টা আতিয়ার রসুল কিটন, উপদেষ্টা ফিরোজ খান ও আব্দুল ওয়াদুদ।

আগামী ৪ ডিসেম্বর রোমে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৪ নভেম্বর/সিকে/এলএ)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :