টিভিএসের ১০০ সিসির নতুন বাইক

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৬, ১০:০৭

ভারতের অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিভিএস দেশটির বাজারে নতুন একটি মোটরসাইকেল ছেড়েছে। এর মডেল টিভিএস এক্সএল ১০০।

বাইকটিতে আছে সিঙ্গেল সিলিন্ডারের ফোর স্টোকের ৯৯.৭ সিসির ইঞ্জিন। ইঞ্জিনে ম্যাক্স পাওয়ার ৪.১ বিএইচপি@ ৬০০০ আরপিএম।

প্রতি লিটার জ্বলানি পুড়িয়ে বাইকটি ৬৭ কিলোমিটার পথ পাড়ি দিতে পাড়বে। এর টপ স্পিড ৬০ কিলোমিটার।

টিভিএসের নতুন এই বাইকটিতে ইলেকট্রিক স্ট্যার্টার নেই। আছে কিক স্ট্যার্টার। এর জ্বালানি ধারণ ক্ষমতা ৪ লিটার। রিজার্ভ ট্যাংকে জ্বালানি ধারণ ক্ষমতা ১.৩ লিটার।

এয়ার কুলড ইঞ্জিনের এই বাইকটির ওজন ৮০ কেজি। এর দু চাকায়ই ড্রাম ব্রেক।

ভারতের বাজারে বাইকটির মূল্য মাত্র ৩১ হাজার ২০৯ রুপি।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :