২৭ ঘণ্টা অস্ত্রোপচার করে আলাদা করা হলো দুই শিশু

স্বাস্থ্য ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৪৬ | প্রকাশিত : ২৪ নভেম্বর ২০১৬, ১৭:৪০

আনিয়াস এবং জ্যাডন ম্যাক ডোনাল্ড নামে দুটি শিশু সংযুক্ত হয়ে জন্ম নিয়েছিল। টানা ২৭ ঘন্টার জটিল অস্ত্রোপচারের সম্প্রতি নিউইয়র্কের একটি হাসপাতালে তাদের পৃথক করতে সক্ষম হন চিকিৎসকরা।

১৩ মাস বয়সী যমজ শিশু দুটি মাথার অংশে যুক্ত হয়ে জন্মগ্রহণ করেছিল। তাদের মস্তিষ্ক ঠিক রাখার জন্য রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে তাদের পৃথক করতে সময় লাগে ১৬ ঘণ্টা। বাকি সময়টা লাগে তাদের মাথার খুলি পুনর্গঠন করতে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জাডনের অস্ত্রোপচারটি সম্পন্ন করা হয় সকাল ৭টা ৪০ মিনিটে। মাথায় ব্যান্ডেজ করা অবস্থায় তাকে অস্ত্রোপচার থেকে বের করা হয়। এই সময় তাদের মা-বাবা আবেগপ্রবণ হয়ে পড়েন। এর পাঁচ ঘণ্টা পর আনিয়াসের অস্ত্রোপচার সম্পন্ন হয়।

শিশু দুটি বাবা-মা নিকোল এবং ক্রিস্টিয়ান কঠিন এই সিদ্ধান্তটি নিতে হয়েছিল। জরিপে দেখা গেছে, মাথায় জোড়া লাগানো শিশুর যদি অস্ত্রোপচার না করা হয় তাহলে ৮০ শতাংশ শিশুই দুই বছর বয়সের মধ্যে মারা যায়। অস্ত্রোপচারটি অনেক জটিল এবং ঝুঁকিপূর্ণ ছিল। এতে মৃত্যুর ঝুঁকিও ছিল। ডা: জেমস গুডরিচের নেতৃত্বে মন্টিফিয়েরো মেডিকেল সেন্টারে অস্ত্রোপচারটি সম্পন্ন হয়।

শিশু দুটির জটিল অস্ত্রোপচার সফল হওয়ার খবর বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রকাশ পাওয়ার পর অনেকেই শিশু দুটির সাহায্যে এগিয়ে আসে।

‘গো ফান্ড মি’ নামে একটি ফেসবুক পেজের মাধ্যমে তহবিল সংগ্রহ করা হয়। শিশু দুটি মা-বাবা সাহায্যকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এসআই)

সংবাদটি শেয়ার করুন

স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

স্বাস্থ্য এর সর্বশেষ

গরমে স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি

ঔষধি গাছ থেকে তিন শতাধিক ওষুধ তৈরি হচ্ছে ইরানে

কণ্ঠের সব চিকিৎসা দেশেই রয়েছে, বিদেশে যাওয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য 

এপ্রিল থেকেই ইনফ্লুয়েঞ্জা মৌসুম শুরু, মার্চের মধ্যে টিকা নেওয়ার সুপারিশ গবেষকদের

স্বাস্থ্য খাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী

ভাতা বাড়লো ইন্টার্ন চিকিৎসকদের

বিএসএমএমইউ বহির্বিভাগ ৪ দিন বন্ধ, খোলা থাকবে ইনডোর ও জরুরি বিভাগ

তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কাজ করতে বললেন স্বাস্থ্যমন্ত্রী

বিএসএমএমইউতে বিশ্বের সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করা হবে: ভিসি দীন মোহাম্মদ

ঈদের ছুটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতে যেসব নির্দেশনা মানতে হবে হাসপাতালগুলোকে

এই বিভাগের সব খবর

শিরোনাম :