চার জনকে কুপিয়ে হত্যার চেষ্টা রুখে দিল এলাকাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৬, ১৮:৩৩
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কলেজ ছাত্রকে কোপানোর সময় এগিয়ে আসা আরও তিন জনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছ দুর্বৃত্তরা। তবে অন্য এলাকাবাসী এগিয়ে এসে প্রাণে বাঁচিয়েছে তাদের। আহত সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শুক্রবার উপজেলার হামছাদী এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে লোহার রড, হকিস্টিকসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় আহত কলেজ ছাত্র সাইফুল ইসলামের মা শাহিদা বেগম বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা করেছেন।

মামলায় বলা হয়, বৈদ্যোরবাজার ইউনিয়নের রামবন্ধের বাগ গ্রামের আমির আলীর সঙ্গে একই গ্রামের ওয়াজকরুনী পূর্ব শত্রুতা চলে আসছিল। এই বিরোধের জের ধরে বুধবার তাদের ডোবায় মাছ ধরা নিয়ে সাইফুল ইসলামের সাথে ওয়াজকরুনীর তর্কবিতর্ক হয়। পরে স্থানীয়রা বিষয়টি মীমাংসা করে দেন। শুক্রবার সকালে কলেজ ছাত্র সাইফুল ইসলাম জমি কেনার আড়াই লাখ হাজার টাকা নিয়ে পৌর এলাকার লাহাপাড়া যাচ্ছিলেন। পথে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ সন্ত্রাসী হামছাদী এলাকায় সাইফুলকে একা পেয়ে ১০ থেকে ১৫ জন দুর্বত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

এ সময় সাইফুলের চিৎকারে ওই তাকে বাঁচাতে স্থানীয় আমিরউদ্দিন, হারুন অর রশিদ ও অহেদ আলী এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদেরকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।

হামলাকারীরা সাইফুলের কাছে থাকা আড়াই লাখ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা অন্যরা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আর এলাকাবাসী আহত চারজনদের উদ্ধার করে সোনারগাঁও হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসকরা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।এ ঘটনায় আহত কলেজ ছাত্রের ভাই শফিকুল ইসলাম বলেন, ‘আমার ভাইয়ের সাথে আমাদের ডোবায় মাছ ধরা নিয়ে তর্কবিতর্ক হয়েছে। এটা গ্রাম্য সালিসের মাধ্যমে মীমাংসা হয়েছে। এ মীমাংসা না মেনে প্রতিপক্ষ সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) এস এম ওবায়দুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/ডব্লিউবি

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :