চুয়াডাঙ্গা বারে সরকারপন্থীদের নিরঙ্কুশ জয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৬, ২১:০০

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৫টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয়লাভ করেছে। দুটি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী বিজয়ী হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা উপপরিষদের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রশিদ চৌধুরী ফলাফল ঘোষণা করেন। সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৬৮ জন ভোটারের মধ্যে ১৬৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে নির্বাচিতরা হলেন, সভাপতি- নুরুল ইসলাম, সহ-সভাপতি শাহজাহান আলী ও মামুন আখতার, সাধারণ সম্পাদক মহ. শামশুজ্জোহা , যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হক ও কাইজার হোসেন জোয়ার্দ্দার এবং সদস্য নাসির উদ্দিন (৩), আনারুল হক, সুজা উদ্দীন, শামসুল আরেফীন, আবু তালেব, নাসিম উদ্দীন ও আবু তালেব বিশ্বাস।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে সদস্য পদে নির্বাচিতরা হলেন, মাসুদ পারভেজ রাসেল ও শাহ জামাল।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মহা. শামসুজ্জোহা জানান, বারের উন্নয়নে সবাইকে সাথে নিয়ে একযোগে কাজ করা হবে।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :