বিয়ের দেড় মাসের মাথায় গৃহবধূ খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০১৬, ২১:৩৬
অ- অ+
ফাইল ছবি

বিয়ের দেড় মাসের মাথায় ব্রাহ্মণবাড়িয়ায় সানজিদা খানম তমা (২৪) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্বামী নাজির আহমেদ ও বাড়ির কেয়ারটেকার ইব্রাহিমকে আটক করেছে।

শুক্রবার দুপুরে শহরের কলেজপাড়ার ভাড়াটিয়া বাসার ছাদের চিলেকোটা থেকে তমার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার থেকে তমা নিঁখোজ ছিলো। অন্য কোথাও চলে গেছে ভেবে শুক্রবার থানায় সাধারণ ডায়েরি করে তমার পরিবারের লোকজন।

এদিকে বাড়ির কেয়ারটেকার আজ সকালে ছাদের চিলেকোঠার ভেতরে একটি খাটের নিচে মরদেহ দেখতে পায়। এরপর পুলিশকে খবর দিলে ঐ বাড়িতে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুর রহমান ঢাকাটাইমসকে বলেন, দেড় মাস আগে তমার সঙ্গে নাজিরের বিয়ে হয়েছে। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো। স্বামী স্ত্রীকে সন্দেহ করতো। তমার স্বামী নাজিরের বাড়ি আখাউড়ায়। সে শ্বশুরবাড়িতেই থাকতো।

ওসি জানান, দুইদিন আগেই তমাকে খুন করা হয়েছে। তমার বাবা মজিবুর রহমান কলেজপাড়ার ১০৮১/১ নম্বর বাসার (ভাই ভাই হাউজ) ছয় তলার তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

(ঢাকাটাইমস/২৫নভেম্বর/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে পাচারের সময় উলিপুর সীমান্ত থেকে ৩৩৬০ লিটার ডিজেল জব্দ
১৫০০ মার্কিনির সাজা মওকুফ করলেন বাইডেন
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের
শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশোধিত বিধিমালা চলতি মাসেই চূড়ান্ত হবে: পরিবেশ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা