পাবনায় লেপ-তোষক বানানোর ধুম

খাইরুল ইসলাম বাসিদ, পাবনা
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৬, ১০:১৮

শীত আসছে এরই মধ্যে লেপ-তোষক বানানোর ধুম পড়েছে দোকানগুলোতে। ব্যস্ততা বেড়েছে ধুনড়ীদের। পাবনার ধুনকাররা চুলা ধুনায় লেপ-তোষক তৈরির কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

পাবনায় এক সময় গ্রাম-গঞ্জের মানুষ শিমুল গ্রাছের তুলা থেকে তুলা সংগ্রহ করে লেপ, বালিশ ও তোষক বানাতো। কিন্তু বিভিন্ন কাপড় থেকে তৈরি তুলা বাজার দখল করে নেয়ায় এ তুলার কদর কমে গেছে। বছরের তিন মাসের ব্যবসা লেপ তোষক আর বালিশ বানানো। তারপর আবার অন্য পেশায় ফিরে যেতে হয় এসব কারিগরদের। এই তিন মাস কাকডাকা ভোর থেকে রাত পর্যন্ত চলে তাদের এই ব্যস্ততা।

ব্যবসায়ী আক্তার হোসেন বলেন, অনেক দোকানি সারাবছরই লেপ তোষক তৈরির কাজ করলেও শীতের তিন মাস থাকে মহাব্যস্ত তারা। বাকি সময় অন্য কাজ করেন তারা। একজন কারিগর রাত দিন মিলে ৩/৪টি লেপ তৈরি করতে পারে। এজন্য তারা মজুরি পায় প্রতি লেপ থেকে গড়ে ২০০ টাকা। এতে এবার কারিগররাও সন্তুষ্ট।

তবে এবার কাপড়, তুলা ও মজুরি বেশি হলেও শীত বাড়লে কাজের পরিমাণ আরও বাড়বে বলে জানান ব্যবসায়ীরা।

এদিকে দাম যাই হোক। শীত তো পার করতে হবে এ জন্য আগে ভাগেই লেপ কিনতে আসছেন ক্রেতারা।

পাবনা শহরের বিভিন্ন মার্কেটসহ উপজেলা সদরে লেপ তোষকের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :