মানিকগঞ্জ টেকনিক্যাল কলেজ

প্রশিক্ষকদের ভাতা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে, মামলা

মঞ্জুর রহমান, মানিকগঞ্জ
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৬, ১৫:৩০
অ- অ+

একটি প্রকল্পের প্রশিক্ষকদের ভাতা আত্মসাতের চেষ্টা ও দুর্নীতির অভিযোগ উঠেছে মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখেরুজ্জামানের বিরুদ্ধে। এ নিয়ে আদালতে মামলা হয়েছে। প্রতিষ্ঠানের তিনজন অতিথি প্রশিক্ষক মানিকগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন।

মামলার এজাহারে তারা অভিযোগ করেন, মানিকগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আখেরুজ্জামান আত্মসাৎ করার জন্য অতিথি প্রশিক্ষকদের বেতন আটকে রেখেছেন, অতিথি প্রশিক্ষকদের অবৈধভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়ে সেই পদে আবার লোকবল নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছেন বিভিন্ন পত্রিকায়।

আদালত মামলা আমলে নিয়ে এসব বিষয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে অধ্যক্ষ আখেরুজ্জামানের দাবি, এসব অভিযোগ মিথ্যা। তিনি আদালতে জবাব দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ‘স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট’ প্রকল্পের আওতায় বিভিন্ন বিষয়ে গেস্ট ট্রেইনার হিসেবে নিয়োগ পান শিবালয় উপজেলার টেপরা এলাকার দীপংকর ঘোষ, সদর উপজেলার গড়পাড়া এলাকার আশিকুর রহমান ও পাবনা জেলার মোক্তার হোসেন। গত বছরের জানুয়ারি মাসে তারা কাজে যোগ দেন।

নিয়োগের শর্ত অনুযায়ী ওই তিনজন প্রতি কর্মদিবসে ১৫০০ টাকা করে ভাতা প্রাপ্য। কিন্তু গত ৩০ জুন পর্যন্ত তাদের মোট পাওনার কাউকে অর্ধেক আবার কাউকে দুই-তৃতীয়াংশ ভাতা দেয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত গেস্ট ট্রেইনার (আইটি সাপোর্ট টেকনিশিয়ান) দীপংকর ঘোষ মোট ৮০ কর্মদিবস ক্লাস নেন। এই হিসাবে তার বেতন হয় এক লাখ ২০ হাজার টাকা; কিন্তু তাকে দেয়া হয়েছে ৮০ হাজার ৩২৫ টাকা। গেস্ট ট্রেইনার (ওয়েল্ডার) আশিকুর রহমান ক্লাস নিয়েছেন মোট ১০৬টি। তার মোট পাওনা এক লাখ ৫৯ হাজার টাকার মধ্যে দেয়া হয়েছে ৮০ হাজার ৩২৫ টাকা। একই ভাবে গেস্ট ট্রেইনার (ইলেকট্রিশিয়ান) মোক্তার হোসেনের ১১৩টি ক্লাসের বেতন এক লাখ ৬৯ হাজার ৫০০ টাকার বদলে তাকে দেয়া হয়েছে ৮০ হাজার ৩২৫ টাকা। এরপর গত জুলাই থেকে এ পর্যন্ত তাদের আর কোনো বেতন দেয়া হয়নি।

মামলার এজাহারে আরো অভিযোগ করা হয়, আত্মসাতের উদ্দেশ্যে অধ্যক্ষ তাদের বকেয়া বেতন আটকে রেখেছেন। বকেয়া বেতনের জন্য গত ২৩ জুলাই লিখিতভাবে তারা আবেদন করেছেন। কিন্তু কোনো কারণ ছাড়াই পরদিন ২৪ জুলাই দীপংকর ঘোষকে অব্যাহতি দেয়া হয় অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিশে। তাতে ১ জুলাই থেকে ওই আদেশ কার্যকর হওয়ার কথা উল্লেখ করা হয়।

এদিকে বকেয়া বেতন পাওয়ার জন্য গেস্ট ট্রেইনার মোক্তার হোসেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্কিল ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগামের উপ-নির্বাহী পরিচালকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কিন্তু কোনো কাজ হয়নি। এরপর গত ১১ অক্টোবর অধ্যক্ষ আখেরুজ্জামান একটি জাতীয় পত্রিকায় ওই তিন পদে নতুন করে নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন। মামলার এজাহারে এই পদক্ষেপকে অবৈধ বলে দাবি করা হয়।

এ ব্যাপারে অতিথি প্রশিক্ষক মোক্তার হোসেন ঢাকাটাইমসকে জানান, স্কিলস ফর ইমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রকল্পে কেবল বেকার যুবকরা প্রশিক্ষণার্থী হিসেবে সুযোগ পায়। প্রতি মাসে তাদের এক হাজার টাকা ভাতা দেয়া হয়। তবে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের এই সুযোগ পাওয়ার নিয়ম নেই। কিন্তু প্রকল্প শুরু হওয়ার পর থেকেই অধ্যক্ষ আখেরুজ্জামান অবৈধভাবে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তি করছেন। তাদের ভাতা নিয়ে নয় ছয়ের অভিযোগ করেন মোক্তার হোসেন।

এই গেস্ট ট্রেইনার আরো বলেন, ছয় মাসের প্রশিক্ষণ শেষে পাস করা প্রশিক্ষণার্থীদের চাকরির ব্যবস্থা করে দেয়ার জন্য একজন জব প্লেসমেন্ট অফিসার নিয়োগ দেয়ার কথা। তার ভাতা প্রতি মাসে ৩৫ হাজার টাকা। গত জানুয়ারি মাসে এই পদে যোগ দেয়া কর্মকর্তা এক মাস পরই চাকরি ছেড়ে দেন। কিন্তু নতুন কাউকে নিয়োগ না দেয়ায় পাস করা প্রশিক্ষণার্থীদের চাকরি নিশ্চিত হচ্ছে না।

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ আখেরুজ্জামান মামলার কথা স্বীকার করে ঢাকাটাইমসকে বলেন, তিনি আদালতে জবাব দিয়েছেন। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভুয়া।

গেস্ট ট্রেইনারকে অব্যাহতি দেয়া প্রসঙ্গে অধ্যক্ষ বলেন, অনিয়ম করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থীদের এই প্রকল্পে প্রশিক্ষণার্থী হিসাবে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি জানান, দু-একজন এমন হতে পারে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/মোআ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুড়িগ্রামে ঘন কুয়াশায় দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ
শ্রীলঙ্কাকে ৮ গোলে হারালো বাংলাদেশ
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল ও সম্পাদক রোমান 
সাংবাদিক লাঞ্ছিত করায় সিদ্ধিরগঞ্জ উপজেলা বিএনপির সম্পাদক বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা