মানিকছড়িতে বাঙালি ছাত্র পরিষদের অবরোধ কাল

খাগড়াছড়ি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৬, ১৮:৪১

বাঙালি নারীকে দলবেঁধে ধর্ষণের মামলায় ১০ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এর প্রতিবাদে সোমবার মানিকছড়িতে এই উপজেলার পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের নেতারা অবরোধ ডেকেছেন।

পুলিশ জানায়, উপজেলার নির্জন জনপদ কুমারী মৌজার ডেবাতলীতে গত ১৭ নভেম্বর রাতে জনৈক শফি চৌধুরীর বাগানের পাহারাদার (নৈশ প্রহরী) মো. এমদাদুল হকের দ্বিতীয় স্ত্রীকে রাতে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে কয়েকজন উপজাতি দলবেঁধে ধর্ষণ করে। ধর্ষিতা গত ১৮ নভেম্বর রাতে ওই ঘটনায় অজ্ঞাতনামা ৮/১০ জন উপজাতিকে আসামি করে মামলা করেন। পুলিশ যথাসময়ে ধর্ষিতার পরীক্ষা-নিরীক্ষা করেছে। এখন রিপোর্টের অপেক্ষা।

এদিকে পুলিশ ওই ঘটনার পর থেকে অপরাধীদের ধরতে একাধিক অভিযান পরিচালনা করলেও গত ১০ দিনেও কেউ গ্রেপ্তার হয়নি।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব জানান, ধর্ষিতা কাউকে শনাক্ত করতে পারছে না, তাই অপরাধীদের গ্রেপ্তারে সময় লাগছে। অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২৭ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :