পাবনায় পরিচয়পত্র সংশোধন নিয়ে বিপাকে আবেদনকারীরা

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ নভেম্বর ২০১৬, ২১:২৪

জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে গিয়ে বিপাকে পড়েছেন পাবনার আবেদনকারীরা। সংশোধনীর ফ্রম জমা দেয়ার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেকেরই এখনও মেলেনি সংশোধনী পরিচয়পত্র। ফলে গত ছয় মাস ধরে তারা ঘুরছেন আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে। এই কার্ড পেতে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অনেকেই।

খোঁজ নিয়ে জানা গেছে, কারও নামে একটি বানান ভুল, কারও বয়সের সংখ্যায় হেরফের, আবার কারও ঠিকানা বদল। এরকম জটিলতায় পড়া মানুষ চাহিদা অনুযায়ী সব তথ্য দেয়ার পরও জটিলতা থেকে মুক্তি পাচ্ছেন না। মোবাইল সিম, ব্যাংকের হিসাব, জমি নিবন্ধন, লাইসেন্স তৈরিসহ প্রায় প্রতিটি কাজেই জাতীয় পরিচয়পত্র অপরিহার্য হয়ে পড়েছে। কিন্তু অনেকেই অভিযোগ করছেন পরিচয়পত্র পেতে তারা নানা রকম ভোগান্তির শিকার হচ্ছেন তারা।

নিয়ম অনুযায়ী জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনে ২৫৩ টাকা ব্যাংকে জমা দিয়ে নির্বাচন কমিশনে আবেদন করতে হয়। আর আবেদনের ৪৫ কার্যদিবসের মধ্যে তা নিষ্পত্তি করার কথা রয়েছে। কিন্তু সেখানেও দীর্ঘসূত্রিতার অভিযোগ উঠেছে।

পাবনা নির্বাচন অফিসে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধন করতে আসা মো. আসলাম হোসেন বলেন, দুই মাস আগে পরিচয়পত্র সংশোধনী করতে দিয়েছেন তিনি। কিন্তু আজ পর্যন্ত সংশোধিত পরিচয়পত্র পাননি।

তবে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তারা মো. আল মামুন ঢাকাটাইমসকে বলেন, সীমাবদ্ধতা সত্ত্বেও সাধ্যমত সেবা দিয়ে যাচ্ছেন তারা।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনী একটি চলমান প্রক্রিয়া। তবে সঠিক সময়ের মধ্যেই সংশোধনী পরিচয়পত্র দেয়া হচ্ছে।

কর্মকর্তারা জানান, শিগগির দেয়া হবে জাতীয় পরিচয়পত্রের স্মার্ট কার্ড। তখন ভোগান্তি আগের চেয়ে কমে আসবে বলে আশা করছেন তারা।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :