চুয়াডাঙ্গায় চরমপন্থী পরিচয়ে চাঁদাবাজি: আটক ৪

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৬, ১৬:৫৬

চুয়াডাঙ্গায় চরমপন্থী সংগঠনের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে জেলার দামুড়হুদা উপজেলার রামননগর কলাবাড়ি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রামননগর কলাবাড়ি গ্রামের কালু, হিরণ, মুসা ও একই গ্রামের সাইফুল।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন ইটভাটার মালিকদের কাছে চরমপন্থী দলের সদস্য পরিচয়ে চাঁদাবাজি করে আসছিল। চাঁদা না দিলেই ইটভাটাতে চালাতো বোমা হামলা।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তাররা চুয়াডাঙ্গা জেলার শীর্ষ চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি বোমাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৯ নভেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :