পাবনায় যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ, কর্মী গুলিবিদ্ধ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৬, ২১:২৫

পাবনার আটঘরিয়ায় দলীয় কোন্দলের জেরে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ওসমান মিয়া (৩৫) নামের এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ওসমান সদর উপজেলার শালাইপুর গ্রামের ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, আটঘরিয়া উপজেলা যুবলীগের কমিটি গঠন করাকে কেন্দ্র করে ভূমিমন্ত্রী শামসুর রহমান ডিলু সমর্থিত আমিনুল গ্রুপ ও আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন সমর্থিত আলাল গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় একদন্ত বাজারে উভয় গ্রুপের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এসময় ওসমান গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে গুরুতর আহতাবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবারও সংঘর্ষের আশংকায় এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে।

আটঘরিয়া থানার ওসি (তদন্ত) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। যুবলীগের এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :